কবিতা: সর্পদংশী……
মালতি, চারপাশে সূর্য ডুবা কালচে আঁধার,
ঘন ঘন ঈশান কোনের বিকট ক্রন্দন-
লাগামহীন জোয়ার জলে ছিটকে পরা শুকনো
কুচিলা বৃক্ষের পাতা পৃষ্ঠে ভাসছি।
কখনও মখার হাওরের নিমজ্জিত হিজল
কখনওবা সমুদ্রের তলদেশে চক্ষুর আড়ালে
ক্ষুদ্র জাতিগোষ্ঠী অ্যামিবার বিচরনে।
কানে আসেনা মহীয়সী মায়ের চিৎকার
আঁচল পাতা অভিযোগ, শব্দহীন ক্রন্দন
কংক্রিট ইস্পাতের ছিদ্রহীন বিচ্ছিন্ন ঘরে।
মালতি……
তবু বাঁচতে চাই নীলাচলে কোন সে স্বপ্নে-
স্বপ্ন ডাঙ্গার শিকর বিহীন উঁইপোকার পর্বতে
সর্পদংশী বিষ মাখানো ঘরে???
জ্যোতিষ শাস্ত্রের ক্ষুদ্র নিরাশার আয়ুরেখা
বনাঞ্চলের দাঁড় কাকের চেয়ে দুর্বল।
তবে কেন বাঁছার সপ্নে আমরা অবিরাম অবিচল
মরা বৃক্ষের ঈগল পাখির মতো……???
মোঃ হারুন-অর-রশিদ তালুকদার,
উপ-সহকারী, কৃষি কর্মকর্তা, ফুলপুর, ময়মনসিংহ।