1. admin@weeklyphultara.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:৪৭ অপরাহ্ন

আজ ময়মনসিংহে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাপ্তাহিক ফুলতারা (ফুলপুর,ময়মনসিংহ)।
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে / ইপেপার ইপেপার

(ফুলতারা রিপোর্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সফরে আসবেন শনিবার (১১ মার্চ)। তিনি শেখ কামাল ইনডোর স্টেডিয়াম, ২১টি বিদ্যালয় ও কলেজসহ ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩টি হল নির্মাণসহ ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শুক্রবার (১০ মার্চ) দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ‘শনিবার দুপুর ১টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ময়মনসিংহ স্টেডিয়াম মাঠে অবতরণ করবেন। সেখান থেকে সার্কিট হাউজে এসে বিশ্রাম নেওয়ার পর প্রধানমন্ত্রী ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের মধ্যে রয়েছে বিভাগের ৩২ টি। এ সময় মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত থাকবেন।’জেলা প্রশাসক জানান, শনিবার বিকাল ৩টায় সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ বিভাগীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে আগমন উপলক্ষ্যে উদ্বোধনযোগ্য প্রকল্প সমূহ হলো: ময়মনসিংহ কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন স্থানে ছবির ভিত্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ, ত্রিশাল উপজেলাধীন ১০০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার নির্মাণ, ৩২ টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্প, ২১ টি বিদ্যালয় ও কলেজ এর ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, ৫ টি ব্রীজ (মোট দৈর্ঘ্য ৩০৮ মিটার) নির্মাণ, ২ টি স্মৃতিসৌধ, ৩ টি বাজার ও ৬ টি ভবন নির্মাণ, ৭ টি বক্স কালভার্ট ও ৬৯.৪২১ কি.মি. রাস্তা নির্মাণ “সিরতা, ময়মনসিংহ ও কালকিনি মাদারীপুর ইসলামিক মিশন হাসপাতাল কমপ্লেক্স ভবন নির্মাণ এবং বায়তুল মোকাররম ডায়াগনোস্টিক সেন্টার শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পেরআওতায় ময়মনসিংহ জেলার সদর উপজেলাস্থ সিরতা গ্রামে ৫০ শয্যাবিশিষ্ট ডাঃ মুশফিকুর রহমান শুভ মেমোরিয়াল ইসলামিক মিশন হাসপাতাল কমপ্লেক্স নির্মাণ কাজ, ৬ তলা ভীত বিশিষ্ট ৬ তলা ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয় নির্মাণ কাজ “জেলা ও ব্যাটালিয়ন সদরে আনসার ভিডিপি ব্যারাকসমূহের ভৌত সুবিধাদি সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় ২ তলা ভীত বিশিষ্ট ২ তলা আনসার ব্যারাক ভবন নির্মাণ কাজ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (সড়ক উন্নয়ন দৈর্ঘ্য ৯.৯৩২ কি.মি. ও আর.সি.সি. ড্রেনের দৈর্ঘ্য ৩.৩৯৮ কি.মি.), ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার বিভিন্ন সড়কে সড়কবাতি স্থাপন প্রকল্প (পোলসহ এলইডি সড়কবাতি দৈর্ঘ্য ৭৫.৪০০ কি.মি. ও গার্ডেন লাইট ২৭০টি), ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাধীন চরআলগী ইউনিয়ন রক্ষার্থে ব্রহ্মপুত্র নদের বাম তীরে বেড়ী বাঁধ নির্মাণ ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নতুন কমপ্লেক্স ভবন ও হলরুম নির্মাণ, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নতুন হাসপাতাল নির্মাণ, গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দর উন্নয়ন, সদরে নদীর ঔপারে বিজিপির শেখ কামাল ইনডোর স্টেডিয়াম, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, জেলা আইনজীবী সমিতি মূল ভবন শহীদ অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম ভবন, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জামালপুর, মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেত্রকোনা খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেত্রকোনা ও নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শৈলজারঞ্জন সংস্কৃতি কেন্দ্র নির্মাণ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে আগমন উপলক্ষ্যে ভিত্তিপ্রস্তরযোগ্য প্রকল্প সমুহ হলো:
ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জিলা স্কুলের সম্মুখে কর্মজীবী মহিলা হোস্টেল কাম বাণিজ্যিক ভবন নির্মাণ, ছত্রপুর মৌজায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ১০-তলা একাডেমিক ভবন নির্মাণ, আনন্দমোহন সরকারি কলেজ এ নির্মাণাধীন ৫০০ শয্যা বিশিষ্ট ৫- তলা ছাত্র হোস্টেল ভবন নির্মাণ, ৩ টি ব্রীজ (মোট দৈর্ঘ্য ৯১১.৯০ মিটার) এর ভিত্তিপ্রস্তর স্থাপন, “৪র্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচী এর ফিজিক্যাল ফ্যাসিলিটিজ ডেভেলপমেন্ট” শীর্ষক অপারেশনাল প্ল্যান এর আওতায় ১০ তলা ভীত বিশিষ্ট ৬ তলা বার্ন ইউনিট নির্মাণ কাজ, “বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৭টি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধিকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় ৪ তলা ভীত বিশিষ্ট ৩ তলা ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়, মাল্টিপারপাস হল এবং আনুষাঙ্গিক অবকাঠামো নির্মাণ কাজ, “টেকসই বন ও জীবিকা (সুফল)” শীর্ষক প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলা সদরে ৪ তলা ভীত বিশিষ্ট ২ তলা ডি.এফ.ও অফিস, ২ তলা ভীত বিশিষ্ট ২ তলা স্টাফ ব্যারাক, ১ তলা ভীত বিশিষ্ট ১ তলা অফিসার্স ডরমিটরি নির্মাণ কাজ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সয়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক সহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্প (সড়ক উন্নয়ন দৈর্ঘ্য ৪৭.৬৩০ কি.মি., আর.সি.সি. ড্রেনের দৈর্ঘ্য ৫২.০০৩ কি.মি. ও ফুটপাথের দৈর্ঘ্য ০.৫৩৯ কি.মি.), শেরপুর (কানাসাখোলা)- ভীমগঞ্জ-নারায়ণখোলা- রামভদ্রপুর-পরানগঞ্জ- ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশরত্ন শেখ হাসিনা হল” এর ভিত্তিপ্রস্তর স্থাপন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শেখ রেহানা হল” এর ভিত্তিপ্রস্তর স্থাপন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রোজী জামাল হল” এর ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের ৪ তলা বিশিষ্ট অফিস কাম ডরমেটরি ভবন নির্মাণ ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, ময়মনসিংহ জোন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ময়মনসিংহ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD