গাঙচষা পঙ্খী
আমি বনবিহারী গন্ধগোকুল বিষবনের-
শিকারীর মায়াহীন বিষাক্ত ধনুকে…
ক্ষতবিক্ষত হই বারংবার ।
কেউতো কাঁদেনা,মহা দুর্যোগে, দুর্দিনে
চ্ক্ষু ফেটে জল ঝরেনা কারো???
নিঃসঙ্গ, নিরুপায় শশাঙ্কের বন্দিশালায়
শিকল পরা কয়েদীর রুপে বাঁছি???
গভীর রজনী ভেদ করে নিশীতে কানে বাজে
গাঙচষা পাখীদের আহাজারি আত্মকলহের
চিৎকার, চেঁচামেচি।
কাঁদে মরমের মা,মদিনার আত্নবিলাপ সক্রম
হারানোর অভিশাপে।
আমি মানুষ নই,বুর্জোয়া বিপ্লবের ধ্বনিতে
বৃষ্টিহীন জীবন,মরুবোর গলিত তপ্তকনায়-
পিপাসিত মরু সরীসৃপের মতো বাঁছি???
মোঃ হারুন-অর-রশিদ তালুকদার,
উপ-সহকারী, কৃষি কর্মকর্তা, ফুলপুর, ময়মনসিংহ।