মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের আমুয়াকান্দা বাজার প্রাইমারি স্কুল রোডে আল-আরাফাহ্ বেকারী সংলগ্ন স্থানে (১৩ মার্চ) সোমবার হুফফাজুল কোরআন নূরিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হযরত মাওলানা আব্দুল মজিদ (সিলেট) পীর সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাফেজ ক্বারী মাওলানা মুফতি ছিদ্দিকুর রহমান সাহেব, কেন্দ্রীয় প্রশিক্ষক, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন, বাংলাদেশ। আরও বক্তব্য রাখেন, হযরত মাওলানা মেরাজুল হক সাহেব, ইমাম ও খতিব আমুয়াকান্দা বাজার জামে মসজিদ, হযরত মাওলানা আইন উদ্দিন সাহেব, সাবেক মোহতামিম বালিয়া মাদ্রাসা, পীরে কামেল ক্বারী সুলতান আহম্মদ ফুলপুরী সাহেব, হযরত মাওলানা আব্দুল হক সাহেব, শাইখুল হাদিস, জামিয়া মাহমুদিয়া, নারায়ণগঞ্জ, মাওলানা মাহবুবুর রহমান শামীম, শাইখুল হাদিস, মাঝিয়ালি মাদ্রাসা, ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আকন্দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা লোকমান হোসাইন সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসায়ে রাহিমিয়া, ঢাকা। বর্তমানে মাদ্রাসাটিতে আন্তর্জাতিক হিফজুল কোরআন বিভাগ, হিফজ্ সিলেবাস সমন্বয়ে আদর্শ নাজেরা বিভাগ ও আদর্শ নূরানী বিভাগ চালু করা হয়েছে। পরবর্তীতে কিন্ডারগার্ডেনসহ অন্যান্য বিভাগ চালু করা হবে। অনুষ্ঠান শেষে দ্বীনি এ প্রতিষ্ঠানটির সার্বিক কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। নতুন এ প্রতিষ্ঠানের বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুফতি নুরুল আলম ওবাইদী সাহেব।