মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) ময়মনসিংহের ফুলপুরে সাহিত্য পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ শুক্রবার বিকেলে পৌরসভার শিববাড়ী রোডে অবস্থিত সাহিত্য পরিষদ কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ আকবর আলী আহসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদ নিগার সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, সৈয়দা ইশরাত জাহান রুথী, ফুলপুর পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম রাজা, সিনিয়র সাংবাদিক এটিএম রবিউল করিম। আরো উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক হাবিবুর রহমান মড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন, সহ-সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল হক মানিক, ক্রীড়া সম্পাদক আমিনুল হক, সমাজকল্যাণ সম্পাদক এসএম বিল্লাল, সম্মানিত সদস্য প্রদীপ রঞ্জন সরকার, লিপি চাকলাদার, ফাতেমা আক্তার, হাকিমুল রাজী নয়ন, মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।