মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) ময়মনসিংহের ফুলপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে (২৬ মার্চ) রোববার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বশার ভূইয়া, সমাজসেবা কর্মকর্তা সিহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি এটিএম মনিরুল হাসান টিটু, ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, সিনিয়র সাংবাদিক এটিএম রবিউল করিম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর।