মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) ময়মনসিংহের ফুলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শান্ত মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। ৯ এপ্রিল রোববার রাত সাড়ে ৮ টার দিকে ময়মনসিংহ- হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে ফুলপুর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন স্থানে লড়ি-মোটরসাইকেল সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় শান্ত মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শান্ত মিয়া (১৭) ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। সে পৌরসভার কাজিয়াকান্দা (ইন্দারাপাড়) গ্রামের মোঃ সাইদুল ইসলামের ৩য় ছেলে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।